ধ্যুর বাল
বেইমান
বেশি তো না
মাত্র ষোলো,
১৩০ কোটির দেশে
ভোটে প্রভাব
ফেলবে না ভাই
এই কটা লাশে।
এরা আবার কোন হনু
ফেরার জন্য দিতে হবে গাড়ি,
কয়েকশো মাইল হাঁটলে পরেই
পৌঁছে যাবে বাড়ি।
মরার পরে ট্রেন জুটলো
আস্ত একটা বগি,
ইনকোয়ারিতে প্লেন থাকবে
দিয়ে দিলাম ভাই সবই।
কয়েক লক্ষ টাকাও দিলাম
আর কি চাই এদের
কয়টাকা ট্যাক্স দেয় ভাই?
কোন কাজে আসে দেশের?
এরা সবাই শ্রমিক মজুর
ঘাম ফেলে পায় পয়সা,
এঁদের প্রাণ কি এতই দামী?
এর থেকে অনেক সস্তা।
বেইমান কবিতা লেখে।
আপনার প্রবন্ধ, গল্প, কবিতা, ইত্যাদি আমাদেরকে পাঠাতে ইমেইল করুন এই ঠিকানায় : letters@timesofcorona.com বা timesofcorona@gmail.com