মেমরিজ অফ আন্ডারডেভেলপমেন্ট
স্বর্ণদীপ বণিক
প্রথম
হিসেব কষে নিয়ে, ধুলোবালি সরিয়ে
শহর বাড়তে থাকে…
সাদা-কালো গভীর হয়ে ওঠে
বনজঙ্গলের মায়া ত্যাগ করে;
শব্দ ভিড় করে নেয়
আচমকা—
প্রত্যেকটা বিকেল বিষণ্ণতা ভাগ করে নেয়,
বন্ধুর মতো…
হিসেব কষে কাটাকুটি,
শহর ভাঙতে থাকে !
দ্বিতীয়
গানে জাগতে থাকে উত্তর-দক্ষিণ,
মধ্যিখানে এক্কা-দোক্কা
পেরিয়ে
আয়ু খুঁজে আনা, প্রতিনিয়ত ।
মন… ভালো থাকতে দেয় না…
নালিশে কিছু অন্ন পড়ে থাকে,
মুখ-মিষ্টি প্রবণতা, তাই
শেষ থেকে ভাবতে থাকা…
মধ্যিখানে এক্কা-দোক্কা,
ভুলতে পারা !
তৃতীয়
ভোরের আলো মৃত্যু ডেকে আনে,
চোখভর্তি ঘুমে নাশকতা… গোল্লাছুট !
নিজের ধ্বংসের কথা পকেটে রেখে
হাওড়াবিদায়, হাওড়াভ্রমণ, হাওড়াভালোবাসা:
আস্তে আস্তে সিগারেটপ্রমাণ ছাইয়ের মতো
জড়ো হয় ।
ক্ষমাহীন উষ্ণতায়—
ভোর ভালো থাকতে দেয় না আর,
বন্ধুত্ব হারাই, ভুল বুঝিয়ে—
সবকিছু দায়ী রেখে যায়,
সবকিছু না হারানোর ঋণে…
ঘুম-ঘুম…
Swarnadeep loves World Cinema. Other than that, he is really insignificant in this terrible but beautiful world.
আপনার প্রবন্ধ, গল্প, কবিতা, ইত্যাদি আমাদেরকে পাঠাতে ইমেইল করুন এই ঠিকানায় : timesofcorona@gmail.com